বাস্তব ও অবাস্তব
আবুলকালামআজাদবাসু
বাস্তব যেথায় অনুপস্থিত তথায়
অবাস্তব
এইতো শুদ্ধ রীতি হবে দিতি
তথায় ৷
যেথায় নাহি আছে জ্ঞান তথায়
কি
মূর্খতায় ভরা মানব সমাজ ৷
যেথায় নাহি কোন শব্দ তথায়
কি শুনি?
মাতা তথায় কেবল কি দিতি!
দৃশ্যমান যেথায় নাই তথায় অদৃশ্য
কি!
লোকে বলে খালি নীল আসমান ৷
পদ্ম দিতির নাচন কথন বেমানান ৷
যথারীতি আছে মহা জ্ঞান ভাণ্ডার
সেই মানুষের জন্য হল পাঠাগার
৷
চলমান রীতি তিথি সবি বর্তমান
৷
যাহা খুঁজি বুঝি না তার নাই
কৌশল
বুঝিতে হবে শূণ্যেরও নীচে
সব আছে ৷
ধ্যানে পাবে খুঁজিয়া মিলেছে
রত্ন
সকালে উঠিয়া দেখিবে এ ছিল
স্বপ্ন ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন