রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৩

পিতা কালাম’ জন্ম কালো (১৬)


পিতা কালামজন্ম কালো (১৬)
আবুলকালামআজাদবাসু
14/1/2013
বিসমিল্লাহির রাহমানির রহিম
পরম করুণাময় আল্লাহর নামে ৷
গুঢ়-রহস্য ছিল মানব গুপ্ত-ভেদ,
প্রজ্ঞার অন্তরের রূপ আত্মার গুণ
ভোগ করবে সুখ তাঁর নন্দন তত্ত্ব,
কে তুমি আমি শ্রেষ্ঠ বন্ধু মহিমান্বিত?
সৃষ্ট মানবের জীব হত্যা কি সাধ্য-রে,
তোমার নিকৃষ্ট জীবকে নিধন করে!
মহামানবের বাণী মিথ্যা নয় তবে,
তত্ত্ব জ্ঞানীদের কি শুধাই ভবলোকে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন