শিক্ষাই
জাতির মেরুদণ্ড
আবুলকালামআজাদবাসু
5/1/2013
শিক্ষাই
জাতির মেরুদণ্ড
একথা ধ্রুব
সত্য,
কর না তাতে
সমাপ্ত
শিক্ষার
সাথে জ্ঞান অপরিহার্য,
তাতেও নহে
অন্ত
যোগ কর
বিনয়
শিক্ষা নহে
কেবল সনদ-প্রাপ্ত ৷
মানুষ
শিক্ষা দীক্ষায় হয় শিক্ষিত
জ্ঞানের
অভাবে হয়ে পড়ে ক্ষিপ্ত ৷
কেবল
একদিকের জ্ঞান
মানুষকে
করে না পূর্ণ
ভাবিও না
কভু তুমি শিক্ষিত,
ভাব! তুমি
একজন সনদ-প্রাপ্ত ৷
অল্পে যেও
না বুঝিতে সর্বত্র
বাকী রয়েছে
তোমার অফুরন্ত ৷
কেহ যদি
বলে বড় জন শিক্ষা বিনা
হয়েছিল
জ্ঞানী বুঝিয়া লও
সেও অধম
পণ্ডিত মূর্খ ৷
সবার গুরু
আছে জানো
অলৌকিক
যাহা শিক্ষার
সর্ব জ্ঞান
আহরণে কর ভ্রমণ
কোন ধর্ম
নহে খাটো
নিজ ধর্ম
কর পালন ৷
চরম ধৈর্য
সহিষ্ণু ত্যাগ
কর অর্জন
জানো বিধাতা মহান ৷
অত্যাচার
অনাচার নহে ধর্মের বাণী
নিজেরে কর
রক্ষা সেই উত্তম ৷
ধর্মের
বাণী কর প্রচার
অমিলে যেও
না বহুদূর
মনে রেখ
সবাই ফিরে যাবে
একই স্থানে
তা কেবল সময়ের ব্যাপার ৷
ভাল তুমি একথা
ভাবিও না,
ভাল সেজন
পরের করে উপকার ৷
শিক্ষাই
জাতির মেরুদণ্ড
সে শিক্ষা
নহে কেবল মানদণ্ড
তুমি কি
রূপ তারই হবে বিচার ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন