বুধবার, ৯ জানুয়ারী, ২০১৩

অন্তঃ-নৌ-যানে


    অন্তঃ-নৌ-যানে
আবুলকালামআজাদবাসু
9/1/2013
আর কতকাল কাটাব নদীর ধারে,
কবে পার করি-বা মোরে অন্তঃ-নৌ-যানে ?
বসে রইলাম চাহিয়া প্রেমের টানে
যদি হয় দেখা বেলায় তোমার সনে ৷

আর কতকাল কাটাব নদীর ধারে,
তুমি একি শুধা-লে অজানা বুলি মোরে?
নহি আমি অন্ধ প্রেমিক প্রেমের-হাটে,
ভুলে বসাইল মোরে প্রেম আসনে ৷

প্রেম উন্মাদনা কার কারণে জন্মেছে,
প্রবাহ উপচে পড়ে নদীতট জলে ৷
আর কতকাল কাটাব নদীর ধারে,
কবে পার করি-বা মোরে অন্তঃ-নৌ-যানে ৷

দেখা যদি হয় কোনদিন মোর সনে,
পাষাণ হৃদয় গলাইব আলিঙ্গনে ৷
আর কতকাল কাটাব নদীর ধারে,
কবে পার করি-বা মোরে অন্তঃ-নৌ-যানে ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন