মন বাগানে
আবুলকালামআজাদবাসু
19/1/2013
এ হালতে
রাইখ্যা মোরে কইছ কথা,
আমায়
জানাইয়া তোঁমার হৃদয়ের
কাকুতি
মিনতি, নিবাইলে যত ব্যথা;
পরম
বিশ্বাসে এঁকেছি যে ছোট বাসা ৷
আমি যে একা
তোমার কি বা আমি হই!
অবুঝ বলে
আমি নাহয় করেছি যে
প্রেম
নিবেদন; আমায় প্রেমের সাড়া
দিয়ে বলি-ছ
তুঁমি, তোমারে যে রাইখ্যা
একা, আমি
এসেছি ভবে রূপ-কাননে ৷
ফুলের
সুবাসে হয়েছি যে মত্ত-হারা
আমি, তাইতো
বহুকাল ধরে তোঁমায়
ভুলে কাটিয়েছি
জীবন এ বৃন্দাবনে ৷
তুঁমি কি
আসিতে পার না মন বাগানে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন