বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৩

অমরত্ব


অমরত্ব
আবুলকালামআজাদবাসু
31/1/2013

পুরুষ শৌর্য বীর্যে প্রকাশে বীরত্ব,
রমণী প্রকাশে ধৈর্যে;
কোমলতা তার অরূপ বৈশিষ্ট্য
অভিমান প্রকাশে সৌন্দর্য
নারীর স্বভাব সুলভ আচরণ অভিবাদ্য;
কু-আচরণ সমাজের দুঃখের কারণ;
সম তালে চলন নারীধর্ম সতীত্ব,
আধারে চলন আত্মশ্লাঘা অভিশপ্ত ৷
নারীশিক্ষায় সমাজ উন্নয়ন অপরিহার্য,
মাতার সিদ্ধান্ত পথ পদ-রপ্ত,
আদর্শ পিতার ডাক নামসঙ্কীর্তন,
জীবনাদর্শ উত্তমে অমরত্ব ৷
কালক্রমে সবই হয় ধ্বংস,
যত জন জনার কৃতিত্ব,
অসৎ কর্ম পদদলিত,
নবুয়ত বেলায়-ত থাকে শ্রদ্ধায় জীবন্ত ৷
অফুরন্ত শোভা রয় বিরাজিত
সৎকর্মে জাগরিত আত্মার অমরত্ব;
মৃত কিন্তু মৃত্যুহীন দীপ্ত
ভুল বুঝা সংস্কার কণ্ঠস্থ ৷
নরনারী উভয় সমান অংশী
শিক্ষার নাই বিকল্প;
জ্ঞান আহরণ শিরোধার্য
একক জ্ঞান কুসংস্কারে আচ্ছন্ন ৷
মৃত অথচ মৃত্যু হীন সব পদার্থ,
সক্ষম ফল দানে রোশনি,
পদাঙ্ক অনুসরণে জ্ঞান বিজ্ঞানে;
সদা জাগ্রত রোশনিতে অমরত্ব ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন