মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৩

আত্মা


আত্মা
আবুলকালামআজাদবাসু
2/1/2013

মতামতে আত্মা বিদ্যমান
মানুষের জন্য একটি রেখাঙ্কন
ইহাই মানুষের প্রধান লক্ষণ
স্ব-শরীর ব্যক্তির আত্মা ধরা-হীন ৷

ধরা-হীন আত্মা ছাড়া পশুর বাস
কিন্তু তাদের আছে সময়ের প্রকৃতির আত্মা
দু আত্মা মিলে হয় একই পদ্ধতি
ঐ আত্মা মরে একবার ভৌত আত্মার সাথে ৷

ভৌত আত্মা মিশে হয় অন্য উপাদান
কিন্তু ধরা-হীন আত্মা বদলায় না রেখাঙ্কন
জীবন আল্লাহ প্রদত্ত একই পদ্ধতিতে করে অবস্থান
তাই আরবিতে বলা হয় নফস যার একবার মরণ ৷

আত্মা ছাড়া মানুষের আকার-রূপ-অস্তিত্ব অসম্ভব
কিন্তু ঐ ধরা-হীন জীবন ছাড়াও সাথে আরও এক জীবন
ঐটি ব্যতীত ধরা-হীন জীবন বজায় থাকে রেখাঙ্কন;
সে ছাড়া পরকাল যাপন বর্তমানের অর্ধেক ৷
আত্মা তেমন কিছু নয় কিন্তু মানুষের প্রাথমিক আকার ৷
মানুষকে ডাকা হয়েছে আত্মা বলে সে যেই হোক !

কিন্তু সেই আত্মার সাথে রয়েছে রূপ-হীন শক্তিধর
সম্পূর্ণ ধরা-হীন স্বাধীন যাহা আত্মা নয় কিন্তু জীবনীশক্তি
যে এসেছে সাময়িক ভ্রমণে আবার ফিরে যায় সেই আকাশে
পরবর্তীতে আরও রয়েছে পিতা কালাম’ জন্ম কালো-তে ৷





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন