সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

পিতা কালাম’ জন্ম কালো (১৫)


পিতা কালামজন্ম কালো (১৫)

আবুলকালামআজাদবাসু
1/1/2013



বিসমিল্লাহির রাহমানির রহিম
পরম করুণাময় আল্লাহর নামে ৷
আল্লাহ ব্যতীত সবকিছু ধ্বংস-শীল,
প্রলয় হবে না কভু আল্লাহর জাত ৷
জাতের কথায় যত দ্বন্দ্বের প্রবৃত্তি,
নিঃস্ব মানব জ্ঞান বিনা পাবে না মুক্তি ৷
তাঁর কুদরত নামীয় রাজ্য বা জ্ঞান
যেথায় সৌরভে জ্ঞান বৃক্ষের উৎপত্তি ৷
প্রলয় হবে না কভু আল্লাহর জ্ঞান,
আজ্ঞা বলে আখ্যা তাঁর অন্তঃ-শূন্য প্রজ্ঞা ৷
পুষ্পের হবে না যে মৃত্যু যদি তা হয়,
তাঁর অন্তঃ-শূন্যের প্রজ্ঞার মধ্যমণি ৷



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন