মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১২

সৎকর্ম


সৎকর্ম
আবুলকালামআজাদবাসু
18/12/2012

সৎকর্ম যায় না কভু বিফলে,হোক না
তা বহু দুর-জনের; সৎকর্ম সবার
যে আপন; তৎ-গুণে তারাও পাবে মুক্তি,
হ্রাস হবে তাদের শাস্তি; বিচারকের
হাত কভু হবে না সঙ্কুচিত, সৎকর্ম
যায় না কভু বিফলে যা হয় মানব
কল্যাণে; শাস্তি হবে তবে হ্রাসেই মুক্তি ৷
মানবের কারও কর্ম কর না ঘৃণা
ভালবেসো মানবকে, প্রেমের কারণে
খোঁজে পাবে আপনজন সেবক মন,
তাঁকে রেখ মনে, সেবাই পরম ধর্ম;
পরের সুখে হোক আত্মার তুষ্টি শান্তি ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন