সূর্য
আবুলকালামআজাদবাসু
7/12/2012
ওহে সূর্য !
করতে চাই তামাশা,
কেহ কেহ বলে তুমি কেউ নও ৷
কিন্তু পুত্র পুত্রবৎ,
কেহ বলে তুমি চাঁদের ভাই ৷
এটা জানি যে তুমি একটি নক্ষত্র ৷
আমার মত লোকের বিশ্বাস যে তুমি বীর-পুরুষ;
এ জামানায় এক সময় ছিল সবাই জানত তুমি নক্ষত্র-রাজ ৷
তবে তুমি কিছুই না, স্ত্রী সম শক্তিও নও ৷
মজাক এই যে তুমি প্রতিদিন উঁকি দাও;
পূবের জানালার ফাঁক দিয়ে,
পরনে তোমার বিভিন্ন
বর্ণের জামা,
বদ্ধ চোখ না খোলে কিন্তু করি মুছা-মুছি ৷
কি ভাবি তুমিই সে-ই দেবী-শক্তি ৷
তুমি উচ্চ গুণবতী ৷
বীর-পুরুষের চেয়েও!
জড়ায়ে ধর আমায় রশ্মি-শক্তি দিয়ে ৷
তোমার উষ্ণ পরিধেয় বস্ত্র রাখ জড়ায়ে,
শক্ত করে ধর মোরে,
আমি কি হই নি তত তরল ?
তবে কেনই বা আমি তত উষ্ণতা অনুভব করলাম না !
পানির মত আমি কি তরল হয়েছি !
কিরণমালা যেন এতই উজ্জ্বল
ভয়ে ভীত শঙ্কিত,
আমি অগ্নির মত হয়ে পড়েছি ৷
জ্বলে পুড়ে ঘামে আমি দোলক হয়েছি;
অতঃপর ইহা মধ্যবর্তী স্থানে কিরণ দিচ্ছে,
তুমি সত্যিই স্ত্রী দেবী ৷
আবারও আমি শান্ত ও উদাসীন হয়ে গেছি
এক সময় দেখি তোমাকে পশ্চিমের ফাঁকে
তখন আমি পুনর্জীবনে জল থেকে লৌহ হয়ে গেছি
তোমার সাথে আলিঙ্গন করতে রঙিন কাঁটার-যন্ত্রণা দেখে
তুমি সুন্দর পোশাক পরিধান করেছ সামনে আসার জন্য ৷
আমি তোমার অপেক্ষায় আছি আলিঙ্গনের লাগি ৷
পশ্চিম দিকে উদিত হও;
তোমার সম্পদ দিয়ে আমায় শীতল কর;
ঐ দিন কেহই সহজে নাগাল পাবে না ৷
উজ্জ্বলতা নিয়ে পশ্চিমে
আবার উদিত হও,
ক্ষণিক দৃষ্টিতে রঙিন পোষাকে পশ্চিমের জানালায়,
তোমার সর্বাঙ্গে মনোরম পোশাক পরিধান করে,
আমায় জড়ায়ে ধরতে তোমার ভালবাসা দিয়ে প্রবেশ কর ৷
তোমার অলঙ্কার সমূহ নিজ চোখে দেখতে চাই
তুমি যখন অস্ত যাও তখন কি রূপ !
তোমার প্রতিফলন দেখি কিছু সময়ের জন্য
আবারও চিন্তা-ভাবনা দিনশেষে সকাল এসেছে ৷
তুমিও লীলা দেখালে আমিও, লোকেরা চমৎকৃত
পশ্চিমে দেখলাম সৌন্দর্য ও সদ্ গুণ
রঙিন আভা বদলে বক্র হয়ে অতিরিক্ত মিলনস্থল
নিজকে সরাতেই শীঘ্রই বিদ্যুৎ চমকায়ে ঝড় এলো ৷
ভারী বর্ষণ উভয়কে
ধুয়ে-মুছে দিল,
ইহা যেন স্নান প্রবল বাতাসের স্রোতে
শীতল হয়ে গেলাম গ্রহ-বাসীরা কি পেল ?
তবে বল ইহা সবার তরে ৷
গ্রহ-বাসী কি কখনও
দেখেছে আমাকে পশ্চিমে উদিত হতে,
রাখলাম সানুনয় জন্মের মত,
আর কখনও আমায় এরূপে দেখবে না,
তুমিও যদি বল প্রকৃতির ব্যতিক্রম মুখভঙ্গি ৷
সূর্য পৃথিবীকে কিরণ দেয়
পশ্চিমে অস্ত গেলে অন্ধকারাচ্ছন্ন নেমে আসে ৷
এই প্রথম প্রকৃতি দেখাল তার চিহ্না-বলী
সূর্য পশ্চিম দিকে উদিত হয়েছে কিছুক্ষণের জন্য
আবার যখন অস্ত যাই অন্ধকার গভীর অন্ধকার আসে ৷
গ্রহ-বাসীর বর্ণনায় কত না
আনন্দ
কিন্তু প্রকৃতি ইহা গণনায় আনে না,
তোমার লীলায় দেখ অপূর্ব দৃশ্য
অজ্ঞতাই গ্রহ-বাসীর জন্য দ্রুত
আসিয়াছে ৷
প্রকৃতি তার লীলা খেলা দেখাতে প্রস্তুত
কখনও বর্ষাবে ভারী বৃষ্টি
আর এক সময় তোমায় কাঁপিয়ে তুলবে
তবুও তোমার চক্ষু সত্য খোঁজে পাবে না ৷
ওহে সূর্য!
করতে চাই তামাশা,
কেহ কেহ বলে তুমি কেউ নও ৷
কিন্তু পুত্র পুত্রবৎ,
কেহ বলে তুমি চাঁদের ভাই ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন