পণ
আবুলকালামআজাদবাসু
10/12/2012
আজ হোক
আমার পণ
মা জননী বড়
ধন ৷
তার মত নেই
দ্বিতীয় জন
স্নেহময়ী
মায়ের কোলে শিখি মা আপনজন ৷
ধাত্রী
মাতার বুকে আমার পণ
মাতা আমার সবার
চেয়ে আপন ৷
তার বুকে
জনম জনম
তার লাগি
পারি দিতে প্রাণ বিসর্জন ৷
মার কোলে
শিখি ভ্রাতৃ প্রেম
মাতৃ-জঠরে
আমি থাকব চিরজীবন ৷
সেই মায়ের
যদি না করি যতন
হারাব আমি
স্বদেশ মাতা রতন ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন