নাই
নির্দশন
আবুলকালামআজাদবাসু
24/12/2012
নাই
নির্দশন তবুও আমরা
তোমার
আবির্ভাবে সুখী,
তুমুল
আন্দোলিত জীবন করেছ তুমি অতিক্রম,
সেথায় খোঁজে পাই আশীর্বাদের নিদর্শন,
অধিকতর
মন্দ হয়েছে কারও সেটাই ৷
তোমার শেষ
জীবন রহস্যময়,
যেমনটি ছিল
তোমার জন্ম ৷
যদি বলি সম্পূর্ণ
ধাঁ ধাঁ বিভ্রম,
উহাই
দেখেছি একমাত্র ৷
যিনি
পারতেন বদলাতে নিজ অস্তিত্ত্ব!
তেমনি
পারতেন অন্যেরও,
তাহলে এটা
কেন হল যথার্থ ?
কে কাকে
বিশ্বাস করে!
তবুও শেষটি
রহস্যময় ৷
তোমার
আবির্ভাবে সুখী
যে আলো
প্রদর্শন করেছ,
চল তাঁর
উপদেশ করি অনুসরণ,
করি সুন্দর
দিন যাপন ৷
নাই
নিদর্শন তবুও আমরা
তোমার
আবির্ভাবে হয়েছি সুখী ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন