বধূ-রূপ
আবুলকালামআজাদবাসু
28/12/2012
রূহ বধূ-রূপ
সাজে সাজিয়া হৃদর
কোণে রহি-ছে
লুকাইয়া, দেখ ঘোমটা
খুলিয়া হে
মানব! তোমার হিয়া মাঝে
আছে যে
লুকাইয়া বধূ সাজে সাজিয়া ৷
যদি নাহি
পাও দেখিতে তারে, কল্পনা
কোথা হতে
আসে! রয়েছে সে বধূ সাজে
সাজিয়া
তোমারই হৃদয়ের গভীরে ৷
তারে লয়ে
বিলাও-রে প্রেম ভালবাসা
মানবের তরে
শুধু মানব কল্যাণে ৷
রূহ দেহ
পতি, রূহ মোর আলো গতি,
রূহ বিনা
নাহি সঙ্গতি, নাহি নিষ্কৃতি ৷
বধূ রূপ সাজে
সাজিয়া রহি-ছে মন
কোণে,
অপূর্ব আলো, রূপে অরূপ দীপ্তি ৷
দেখ ঘোমটা
খুলে তারে বধূর সাজে,
রহি-ছে
লুকাইয়া তোমারি হিয়া মাঝে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন