সম্পদশালী
আবুলকালামআজাদবাসু
3/12/2012
রিক্ত
সিক্ত জনাকীর্ণ বুভুক্ষা মানুষ,
তুমি
সম্পদশালী কৃপণ রূপকার
কাগজ ধারী কাণ্ডারি
অন্ধ বিত্তশালী
আলোর ছোঁয়া
থেকে বঞ্চিত কাব্য-কুঞ্জ ৷
ধন ঐশ্বর্য
ভরা কুম্ভ চিৎ রিক্ত তুমি
স্ব-ধন ভোগ
বিলাসে করিয়া বণ্টন
আপনারে লয়ে
দিব্যি কাটাও জীবন ৷
অন্ধকার
জীবন তুচ্ছ কেবল কর্ম
নহে কর্ম,
ম্লান শতক কর্ম, সুফল
বয়ে আনবে
না কভু অভাবে আলোক ৷
নিজেরে কর
আলোকিত লয়ে আপন
তারে বিনা
তুমি রিক্ত অস্বচ্ছ অধম ৷
হাত বাড়াও
পাইবে অমূল্য রতন
ধনে ধন
পরকে করে নাও আপন ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন