পিতা কালাম’ জন্ম কালো (১৪)
আবুলকালামআজাদবাসু
23/12/2012
বিসমিল্লাহির রাহমানির রহিম
পরম করুণাময় আল্লাহর নামে ৷
অবিশ্বাসীরা
তালাশে রত ভিন্ন স্থানে,
দৃশ্যমান
যা বৃক্ষেরই শাখা প্রশাখা ৷
প্রোথিত
হয় নামক রাজ্যের সৌরভে,
কেন তবে
সাষ্টাঙ্গ প্রণাম বুদ্ধদের ?
জান কি
হেতু বুদ্ধীন্দ্রিয় সৃষ্টিতত্ত্বের!
সৌরভ
হতে পুষ্পের জ্ঞানেন্দ্রিয় বস্ত্র,
জ্ঞান-বৃক্ষে পুষ্প সব প্রস্ফুটিত রয়,
সে
রাজ্যের প্রধান রাজেন্দ্র মোহাম্মদ,
মনোনীত
নবী রূপে আখ্যায়িত হয় ৷
হেথায়
শুরু সাধু রীতি বন্দেগী নীতি,
এ দু
জাহানের দুটো সম গতি বিধি ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন