গদ্যও নয় পদ্যও নয়
আবুলকালামআজাদবাসু
31/12/2012
এইটি নহে পদ্য
নহে যে গদ্য
তিনি বলেছেন সত্য
এরূপেই ইহার জন্ম
এইটি নহে পদ্য
নহে যে গদ্য ৷
তবে এটি একটি বড় তালগাছ
যেটির শিকড় রয়েছে সর্বত্র
কেন তা দেখ না তথায় ?
এটির নেই শুরু
কিংবা আছে শেষ ৷
এটি নয় কল্পিত
তাঁহার থেকে, যিনি সর্বজ্ঞ,
কেহ নাই বলার রুচিকর
তাঁকে একবার ভালবাস
প্রত্যুত্তরে পাবে দশবার ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন