বুধবার, ৫ ডিসেম্বর, ২০১২

বাংলার চোখ


বাংলার চোখ
আবুলকালামআজাদবাসু
5/12/2012
বাংলার চোখ হোক দীপ্তিময় উজ্জ্বল
বাংলা মোদের প্রাণ, বাংলা মোদের ভাষা ৷
এ ভাষায় রচন মনের যত আশা
গর্ব মোদের বাংলার আছে ইতিকথা ৷

বাংলার চোখ হোক আরও প্রসারিত
কল্পনায় দেখি যা বাংলার উত্তোলন
সার্থক হোক উপাখ্যান সোনার বাংলা
মানুষের হোক উন্নতি ভাব-স্ফুরণ ৷

বাংলার চোখ গরবিনী, বাংলার জয়
বাংলার স্বাধীনতা থাকুক নিষ্কলঙ্ক
বাংলা হোক সার্বজনীন ভ্রাতৃ বৎসলা
বাংলার চোখ হোক দীপ্তিময় উজ্জ্বল ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন