পিতা কালাম’ জন্ম কালো (১২)
আবুলকালামআজাদবাসু
6/12/2012
বিসমিল্লাহির রাহমানির রহিম
পরম করুণাময় আল্লাহর নামে ৷
মোহাম্মদ,
ইয়াকুব, নূহ, মুসা, ঈসা
ব্রহ্ম,
শিব, দুর্গা, কালী, রাম,কৃষ্ণ-বুদ্ধ,
তাঁরা
নহে গো আল্লাহ, স্রষ্টা আর সৃষ্ট,
নবী-রসুল অবতার যে হয় দৃষ্ট ৷
একই
নদীর দুয়ো জল স্রোত নিত্য
হালে
মিশে না কভু একথা ধ্রুব সত্য ৷
রূপ
অরূপ-রূপ রাজ্য অভিন্ন গতি,
সম
স্রোতে প্রবাহিত এই তাঁর নীতি ৷
শুকর
করে নিধন জন্ম-জন্মান্তরে,
কে
বাঁধিল প্রেমাস্পদ-রে প্রণয় ডোরে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন