বর্ণমালা
আবুলকালামআজাদবাসু
15/12/2012
বাংলা
বর্ণমালায় বাংলাদেশ
বাংলায়
বাঙালী গড়েছে ইতিহাস
চির অম্লান
রবে সোনার বাংলা,
আশার আলো
প্রদীপ জ্বালায়ে
দিগ্বিজয়
করবো মোরা সৈনিক বেশে ৷
বাংলা
বর্ণমালায় বাংলাদেশ
কলঙ্ক
মুক্ত রাখব সদা এ দেশ
মুক্ত
স্বাধীন চেতনায় উদ্বুদ্ধ পরিবেশ
অত্যাচারী
সম্প্রদায় হবে নিঃশেষ ৷
যারা করে
যাঞ্চা ভিন ভাষা
নিভায়ে
প্রদীপ আপন বাস
তারা বাংলা
বর্ণমালার অভিশাপ
বাঙালীর বাংলার জয় হোক চিরকাল ৷
The
alphabet
Akazadbasu
With
Bengali alphabet Bangladesh
Made a
history in Bengal the Bengalese
Sonar Bengal would remain ever chaste,
Lighting a
lamp of prospect
Win the
world like soldiers.
With
Bengali alphabet Bangladesh
Would keep
the country always spotless
Free
independent in knowledge
The
environment is enlighten,
Oppressive
race would finish.
Those who
wish other alphabet
Putting
off lamp of own-land
They are
curse of Bengal-Alphabets
Bengalese Bengal let be win for ever.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন