বুধবার, ১২ ডিসেম্বর, ২০১২

স্নিগ্ধ শিখা


স্নিগ্ধ শিখা
আবুলকালামআজাদবাসু
12/12/2012

কত কথা শুনাই-লা, নীল নীলা স্বপ্ন
দেখাই-লা, কথা দি-লা তুমি যে আই-বা ৷
এক মন ধ্যানে তোঁমার অরূপ-রূপ,
ভেবে আনন্দে হলাম আমি আত্মহারা ৷
কথা দিয়ে কথা রাখ না এ যে তোঁমার
ছলনা, তুঁমি যে বহুরূপী এক-জনা ৷
তোঁমার ছল চাতুরী ছন্দ আর নয়,
ভুবনে কত জনা-রে তুঁমি কাঁদাই-লা !
তবুও কেন তোঁমার লাই-গা হৃদয়
আমার ব্যাকুল, নিশ্চয় তুঁমি হিয়ার
মাঝে রাখিয়াছ প্রেম মাখা স্নিগ্ধ শিখা ৷



  

   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন