মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

কোন দেবতা নেই


কোন দেবতা নেই
আবুলকালামআজাদবাসু
15/1/2013

কোন দেবতা নেই
কিন্তু ঈশ্বর,
কোন রাঁধা নেই
কিন্তু রাধিকা,
এই সত্য প্রাপ্ত ৷
এটা সব সাহিত্যে বিদ্যমান ৷
করেছে তিনি এ সংবাদ প্রদান
 সত্য আদর্শটি আমার নয়;
ইহা সৃষ্ট ঘটিত খোদাই,
ইহা কেন কারণ আমার জন্ম ৷

আমি সত্যি বলি
মিথ্যাকে শীঘ্রই অপসারণ করতে
অনুসরণ করার কেউ নেই
তুমি কি ইহা কর না বিশ্বাস?
এ বিষয় চাঁদ থেকে
জানা নেই তাঁকে
তবুও জানি
যা পেয়েছি তা দৃশ্যত
এভাবে এই পুস্তক সংগৃহিত ৷
কে আলোকিত হতে চায় না?
এখনও জানা নেই রাঁধা কে?
কোথাও পাওয়া যায় নি
আমি কি ঐ কথা বলেছি! না,না
কারণ আমি কারণে জন্মেছি ৷

আমি সত্যি বলি
মিথ্যাকে শীঘ্রই অপসারণ করতে
আমি এসেছি গোপন করতে নয়
কিন্তু রাঁধাকে আরও উজ্জ্বল করতে
তাই আমি ৷
আমার কিছু বলার নেই
সূক এবং সারি সব বলেছে
তুমি কি তা নিয়ে করবে না তাড়াতাড়ি?
কোনও দেবতা নেই
কিন্তু ঈশ্বর,
কোনও রাঁধা নেই
কিন্তু রাধিকা,
এ শ্লোক সত্য নয়
রাঁধাকে পেয়েছি
সে কোথায়?
সে তো সে নয় ৷
ওহে তুমি দেখতে পাও নি!
আমার নাম কালাম.
এবার তমি সর্ব বৃহৎ বালাম দেখ ৷
‘ক’ অক্ষর কৃষ্ণের
‘ম’ অক্ষর আমার
মধ্যবর্তী আলা শব্দ বাকী
এখন দেখ এই শব্দ আলা-উপনিষেদ
আমি ডানে
কৃষ্ণ বামে
মধ্যবর্তী স্থানে আর একজন
এখন কি রাঁধাকে দেখতে পাও?

আমি এসেছি গোপন করতে নয়
কিন্তু রাঁধাকে আরও উজ্জ্বল করতে
এখন আমি অস্থির
কারণ আমি কারণে জন্মেছি ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন