বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৩

এক দিনের অপেক্ষায়


এক দিনের অপেক্ষায়
আবুলকালামআজাদবাসু
24/1/2013

এক দিনের জন্য অপেক্ষা কর লোক সকল,
কারণ সৃষ্টি করা হয়েছে পথিমধ্যে;
সব গ্রামের লোকেরা চেয়েছে
বাস করতে একত্রে
একই জাতি হিসেবে
সংস্কৃতি দেখে নয়
কিন্তু আছে দর্শন ৷

তিন গ্রাম ছিল
কেউ কারও নিকটে ছিল না
তিনের এক ছিল বহুদূরে
অন্যটি ছিল কাছে ৷

কাছের গ্রামের লোক চালাক ও ধূর্ত
তারা সব সময় সমর্থন করতো দূর গ্রামকে
সেই স্বভাবের লোক অন্য দু গ্রামে এসে বাস করত
এ সব লোকেরা জুজু করতো দুর বাসীদের ৷

কেউ ছিল না দাঁড়ানোর কথা বলার
কিন্তু বহু ছিল তাদের আবেগ প্রকাশে
এমন দিন আসল দাঁড়াল ক্রোধে
তিনি বীরত্ব-প্রকাশে আকুল অধিকারের ৷

সেই অধিকার ছিল কাগজে কলমে
ঐ বীরত্ব-প্রকাশ-অধিকার অন্যরাও করেছে প্রকটন
ঐ আদি-প্রকাশ লোকের জন্য ছিল একান্তই নির্দেশিকা ৷
আজও  জ্ঞানীরা তার ইতি টানতে পারে নি ৷
কারণ কিছু ঐ স্বভাবের লোক এখনও দূর যায় নি
তারা হাতে নিয়েছে আর এক সুযোগ
তাদের পরস্পরা ভালতে বিষ প্রয়োগ করে
ঐ সমস্ত অসৎ জন্ম দিল লালসা
সত্য দিয়ে সমস্ত মিথ্যাকে ধ্বংস করতে হবে পৃথিবী থেকে ৷

নাহয় কিভাবে স্বপ্নের দিনের জন্য অগ্রসর হওয়া যায়?
উহা কি কখনও  শুষ্ক-তৃণ পরিণত হবে না ওহে!
সব লোক চিন্তিত একটি সুন্দর দিনের জন্য
মানুষ ঐ দিনের জন্য অপেক্ষায় ৷





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন