শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩

মনন



       মনন
 আবুলকালামআজাদবাসু
শিল্পীর অঙ্কন মাঝে রয়েছে মনন,
কূষকের হালচাষে পূর্ব ধরন
শিক্ষার্থীর পাঠে নিয়ম অনুসরণ
মাঝির নৌকার হাল ধরন
মানুষের মাঝে যে বাদ্য বাজে
টের পেয়েছে যে ঢোলক, ঢোলক ৷
যার মনে কেটেছে দাগ সেই সত্য
বল না আর সে নয় খোদা ৷
মূখে তার মিষ্টি হাসি
আকাশ মিষ্টি রোদে
বাতাসের শীতল স্পর্শে
মূখের হাসিতে কি যে
বর্ণ লিখা ছিল, বল না
আমায় শিল্পীর অঙ্কন খোদা নয় ৷
বিশ্বব্রহ্মাণ্ডে যদি দেখা যায়
তোমার অঙ্কিত ছবি,
আমার অঙ্কনে কেন নয় প্রীতি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন