মানচিত্র
আবুলকালামআজাদবাসু
ভেবে চিন্তে দেখি মানচিত্র,
নহে মানমন্দির ৷
কূপে বাস করে এক কূপমণ্ডূক;
মানমন্দির বিশাল এক গবেষণাগার,
আকাশ করে পর্যবেক্ষণ
ক্ষণে ক্ষণে বদলায় রঙ ৷
কিন্তু পৃথিবীর মানচিত্র!
কেবল পাল্টায় না বার বার ৷
স্থিত স্থান পারস্য নাম তার
বদলায় আবার ৷
মুছে যায় না চিরতরে
ইহাই হিসাব নিকাশ
কূপমণ্ডূক থাকিয়া গণ্ডিতে আবদ্ধ
ভেবেছে মানমন্দির তাহার ৷
তবে যতটুকু বুঝে
ততটুকু ভাবিয়া শেষ ৷
একে একে টেনেছে ফেলিয়া দীর্ঘশ্বাস
এইতো সব নিঃশেষ ৷
বিশাল সমুদ্রের জ্ঞান বিজ্ঞান
জানা অজানা কিছুই
কূপমণ্ডূক নাহি জানে আর ৷
যিনি জানেন তিনি মহান
মানমন্দির কেবল তাঁর ৷
কে জানে,
আর কে ই বা জানে না!
মোমের আলো মিশে বার বার,
তবুও দেখি
সে যেন এক একাকার ৷
হাজারও জ্বলন্ত মোম যত নিবে
একত্রিত হয় একই আলোতে ৷without
এই হিসাব কূপমণ্ডূক বুঝে,
সমুদ্রের বিশাল দেহধারী
নিবে গেলে আলোয় মিশে
হয়ে যায় এক আবার ৷
মানচিত্র আমার দেখি বার বার ৷
আলো বিহীন এরূপ মানচিত্র,
হয় না পার ৷
শিক্ষাদীক্ষায় দীক্ষিত জন বুঝিবে
আলো ছাড়া বিষণ্ণ বিপদ,
গতিপথ হয়েছে অন্ধকার ৷
সবার একে একে হতে হবে পার ৷
উহাই সূক্ষ্ন চুলবিশিষ্ট সেতু,
জ্ঞান বিজ্ঞান ছাড়া
শিক্ষা দীক্ষা অপ্রতুল
তবে আলোতে শিক্ষা গ্রহণ,
আর অন্ধকারে শিখা,
কভুও হয় না এক ৷
মানচিত্র কি আবার নূতন
করে আসবে ভবে?
কূপের ব্যাঙ জানবে কিভাবে!
ভেবে চিন্তে দেখি মানচিত্র,
নহে মানমন্দির ৷
কূপে বাস করে এক কূপমণ্ডূক;
মানমন্দির বিশাল এক গবেষণাগার,
আকাশ করে পর্যবেক্ষণ
ক্ষণে ক্ষণে বদলায় রঙ ৷
কিন্তু পৃথিবীর মানচিত্র!
কেবল পাল্টায় না বার বার ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন