শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৩

সমাদৃত



  সমাদৃত
আবুলকালামআজাদবাসু

নারীর সতীত্ব কবির কবিত্ব
রাজ গোষ্ঠির নৈতিক-ত্ব
সাধুর সাধু দৃষ্টান্ত
ভদ্রের ভদ্রজনোচিত উক্তি
জনসমাজ কর্তৃক সমাদৃত ৷
ভদ্রাসন পিতৃ-দম্ভ নিজ সত্তা বিলুপ্ত ৷
সেট বাংলা দফা ইংরেজি নাই জানা
না জেনে মূর্খ কটূক্তি নেই মানা
কারও কবিতা প্রীতি-জিন্দা,
কারও বদান্য বা সবিতা,
মম তব নাই কেহ জেসাস;
সে-ই মোর কবিতা কবিত্ব
আল্লাহ জানে গোপন তত্ত্ব
শেষ উহা স্বীকারোক্তি ৷
ভদ্রের ভদ্রজনোচিত উক্তি
জনসমাজ কর্তৃক সমাদৃত ৷



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন