অস্তিত্ব
আবুলকালামআজাদবাসু
আল্লাহর
অস্তিত্ব নাই!
তাহলে আমরা
কে কার?
আঁমি নাই,
আঁমি নাই ৷
কোথায় আঁমি
কি জানি!
এই বৈশিষ্ট্য
আঁমার আঁমি নাই ৷
চন্দ্র সূর্য
তারা নক্ষত্র সব আঁমার
অথচ আঁমি
নাই এ কি কারবার
ইসলামের
সুন্দর এদিক একাই আঁমার ৷
আঁমি ছিলাম
তুমি ছিলে না তেমন
তবুও আঁমি
ব্রাহ্মণীর মত তোমায়
করেছি ধরায়
প্রসব ৷
আঁমি কি
করিনা প্রসব!
ইসলাম বলে
করেছি সৃষ্টি
আঁমার কৃষ্টি
মাঝে আছে কি ত্রুটি?
বুঝিয়া যদি
না বুঝ আঁমার অস্তিত্ব,
ধরে নাও
তুমি নাই আমিই অস্তিত্ব ৷
আঁমি নই
একা আছে আঁমার
আরও সম্মানিত একদল অদৃশ্য
এই বিশ্বাস
আছে যার সেই কেবল আঁমার ৷
যদি বল কেবল
তোমার অস্তিত্ব, তুমিই অস্তিত্ববান ৷
সৃষ্টি মাঝে
আনয়ন কর জ্ঞান বিজ্ঞান
সর্বোপরি
প্রত্যেক অণু পরমাণুর ধর্ম ৷
আঁমি আছি
সর্বোপরি অস্তিত্ববান
অদৃশ্যের
অদৃশ্য অযথা ভেব না আঁমায় ৷
প্রমাণ আঁমার
আছে সকল সৃষ্টিমাঝে
তবে আঁমি
নই সৃষ্টির কিছু
এ বিশ্বাসে
হও অগ্রসর পাবে আঁমায় পাশে ৷
আঁমিই মহান
আল্লাহ, যদি শুনতে পাও শুন তবে ৷
(হে আল্লাহ, হে আল্লাহ, হে
আল্লাহ আমার ডাকে সাড়া দাও : আঁমি আছি
,আঁমিই মহান আল্লাহ, আঁমিই
মহান আল্লাহ, আঁমিই মহান আল্লাহ ৷ আঁমি সদা সর্বদা মানুষের সাথে থাকি ৷)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন