ঘর্মাক্ত
আবুলকালামআজাদবাসু
ওগো
দয়াময় প্রেমাস্পদ তরাইও
সবারে,
তুমি বিশ্ব বিধাতা প্রেমময় ৷
কিসের
ভয়! কিসের ভীতি! মানবের
তরে
ছড়াও তুঁমি প্রেম বিশ্ববিধাতা,
প্রেম
ভালবাসায় আলিঙ্গনে জড়ায়ে
রসিক
বন্ধুরে দিবানিশি প্রেমলীলা
মনের
অঙ্গনে নিত্য তুমি যে খেলছ!
আমার
আনন্দে তোমার মনে আনন্দ
বিশ্বজুড়ে
পুস্পমাল্য বয়ে আনে তারা
পরীকূল,
নিস্পাপ ধরণীর পরশ ৷
নিত্য
তোমার সুখে আমিও সুখী নিত্য,
তোমারি
এত মধুর স্মৃতি কল্প মাঝে
উতলিয়ে
উঠে মনে স্থিত লুকায়িত
বেদনা,
উপশম কর মোর শতক
যন্ত্রণা,
কৃষ্ণ সাগর পাড়ি দিয়ে যাব
ওপার,
উষ্ণ উতাল পাতাল টেউয়ে
কেড়ে
নিল জীবনের সর্বস্ব আমার
হে
প্রেমাস্পদ তরাও সবারে তড়িত
ঘর্মাক্ত
জীবন ভাল শ্রম বিনিময়ে
দেব
তোমা উপহার প্রেম আলিঙ্গনে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন