পরিবেশ
আবুলকালামআজাদবাসু
মানুষ মানুষের সাথে বাস
ধীরে গড়ে শিল্প নৈপুণ্য সমাজ ৷
কুকুর কুকুরের সাথী বাস নিবাস
একত্রে বসবাস গড়ে উঠে না সমাজ ৷
খাদ্য অভ্যাসে অভ্যস্ত ভাগ বাটোয়ার
তারা পরস্পর অপ্রবৃত্তি একে অন্যের চোটদার ৷
মানুষে মানুষে একই পরিবেশে
এহেন কখনও করে না কারবার ৷
সভ্য কর্মঠ মানুষ হয় না
সমাজের নির্জীব নিরেট চরিত্রের ৷
কুকুর একা মৃত বৃষ ভক্ষণে উন্মাদ,
শতগুণ বড় ভোজ্যদ্রব্য
একাই করে ভক্ষণ;
ততক্ষণে এসে যায় প্রতিবেশী,
খাদ্যবস্তু খাবার আশায় ৷
সেই কুকুর নিজের গ্রাস ছাড়িয়া
এক-লাফে পড়ে প্রতিবেশী কুকুরের গায় ৷
এরূপ পরিবেশ মানুষের আচরণ
সমাজ-ভুক্ত পরিবারের শোভা নাহি পায় ৷
তবুও মানুষ লোভ লালসায়
পরস্পর দ্বন্দ্বে জীবন হারায় ৷
মানুষ মানুষের সাথে বাস
ধীরে গড়ে শিল্প নৈপুণ্য সমাজ ৷
কুকুর কুকুরের সাথী বাস নিবাস
একত্রে বসবাস গড়ে উঠে না সমাজ ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন