একটি আত্ম জীবনী ৬
আবুলকালামআজাদ বাসু
24/4/2012
তার বয়স যখন দশ কি এগার আমার বয়স তখন ষোল ৷ চোখে দেখাদেখি ছাড়া আমাদের
মাঝে এমন একটা কথাও হয় নি ৷ পথম বয়সে যা ঘটেছে তা ভাষায় কেন জীবনের সব সপ্মদ একতিত
করলেও মনে হয় সমান হবে না ৷ ইসলাম ধর্মে তার একটা সমাধান দিয়েছে ৷ যা সবারই মনঃপুতঃ
হবে ৷ পরকালে যে যাকে অন্তর দিয়ে ভালবেসে তাকেই সে পাবে ৷ এই অসীম কুদরতের কথা ভাবাও
যায় না আল্লাহ পুনর্বার এমনই সৃষ্টি প্রত্যেকেরটা
প্রত্যেকে পাবেন ৷ সৃষ্টি জগতের কথা চিন্তা করলেই দেখা যাবে যে অসংখ্য তারকারাজি রয়েছে৷
সে তুলনায় মানুষের সংখ্যা নগণ্য ৷ গ্রাম্য রাজনীতির কারণে আমাদের বিবাহ না হলেও পরিবারে
আমাদের এতটুকু ফাটল ধরেনি ৷ ভালবাসার কথা বললেই তার ঐ স্বর্গীয় মূখখানি আমাকে অন্ধকার
করে দেয় ৷যে দুবছর টাকা নিয়ে শহরে দিন কাটিয়েছি সে বলেছিল একটা কথা যে; ‘মনে রাখিস’’
তা হয়তো থাকবে কিন্তু পরিশোধ করার ক্ষমতা কই?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন