আমার
কথা প্রথম
খণ্ড ২৪
আবুলকালামআজাদবাসু
24/4/2013
মিথ্যা ঢাকা পড়ে
অকাট্য সত্যের দ্বার
যা কিছু রটে তাতে
কিছু না কিছু বটে,
তোমা এ ইতিহাস
রটে তোমা হতে
শুনরে ইঞ্জিলের বাণী
ক্রুশের কথা
আল্লাহ বলেনি যে তা
একেবারে মিথ্যা,
এ হেন বর্ণনাকে বলে যে
ইতিহাস ৷
আল্লাহর হুকুম বিনাকেহই
কোন কর্ম সাধন করতে পারে না, মন্দ কর্ম হলে শয়তান কর্তৃকপ্ররোচনার মাধ্যমেতাকরা
হয়,এবং ভাল ও মন্দ আল্লাহর থেকে হয়ে থাকে ৷মিথ্যা রচনা করা গর্হিত কর্ম হিসেবে
গন্য ৷ প্রবাদ বাক্যআছে যে, যা কিছু রটে তা কিছু না কিছু বটে ৷লে জন্য কাদিয়ান
সাহেব ওতার অনুসারীদের কেহই অশ্লীল বাক্য যা অশোভনীয় এমন উদ্ধৃতি প্রকাশ করা শোতা
পায় না ৷তারা তাদের কোন এক কিতাবে উল্লেখ করেছে দু’জন মসির আবির্ভাব ঘটবে ৷
নিশ্চয়ই তাদের একজন হলেন কাদিয়ান সাহেব ৷আসন ভাগ করে দেয়ার অধিকার আমার নাই ৷
কষ্টের বিনিময়ে একটি আসনও যদি নাপায় তাহলে পাঠক সমাজ আমায় অপবাদ দেবেন তাই বললাম ৷
সুতরাং যিনি একজন কর্মকর্তা হিসেবে পরিচিত
হবার বাসনা রাখেন তাকে সে সুযোগ থেকে বঞ্চিত করা মানুষের কাজ নয় ৷ নিয়তি সকলকেই
সেকথা বলে ৷ ক্রুশের কথা বললে বলা যায় যে,আয়োজন তো ঠিকঠাক মতো হয়েছে ৷ স্বচক্ষে
দেখাও গেছে যে ঈসা সদৃশ লোককে শূলেচডানো হয়েছে ৷ ঘটনাতো একেবাযেই মিথ্যা নয় ৷ ইহার
সাথে অন্য এক কাহানী যোগ করলেই বস্তুতঃ ঘটনা আর একটু পরিষ্কার হয়ে খ্রীষ্টানদের
মনে যৎসামান্য বিশ্বাস জমতে পারে ৷ কোরআন বলে ইহুদীদের মধ্য থেকে তাঁকে মুক্ত করা
হয়ছে ৷ খ্রীষ্টান ও মুসলিম দুই জাতি জানে যে তাঁয বিশেষ মোজেজার অধিকারী ছিল এক
মৃতকে জিন্দা করা এবং অন্যটি মানুষের রূপবদলায়ে দেওয়া ৷ এ প্রসঙ্গে বলতে হয়
ইসরাইলের শাসনকর্তা নিশ্চয় এক রাজার অধীনস্ত ব্যক্তি ৷তদুপরি রাজার চিঠি এবং
শাসনকর্তার স্ত্রীর স্বপ্ন সবটিকে বাদ দিয়ে যীশুকে কয়েদ খানাথেকে বের করে দেয়ার
দুঃসাহস হয়তো ছিল না৷কয়েদখনায় তিনদিনে নিশ্চয় তিনি আত্মবিশ্বাসী লোক পেয়েছেন ৷
আত্ম বিশ্বাসী বলেই দুদিন বা তিন দিনে ঐ শিষ্য জীবিত হয়ে উঠেছেন ৷আমার একথাও
অনুমান লব্ধজ্ঞান ৷
তাহলে ক্রুশের কথাই আসেনা
৷ দুই মিলে ইতিহাস সৃষ্টি হয়েছে ৷ যেদিকে মানুষ হায় দেবে সেটাই আপাততঃ সত্য বলে
ধরাহবে তবে চুড়ান্ত রায় কেয়ামত দিবসে দেখানো হবে ৷ ঘটনাতো একেবারে মিথ্যানয় ৷ইহাকে
তো ইতিহাস বলে ৷কাশ্মীরে ভয়ে পলায়ন ঢুপিসারে ধর্ম প্রচার কোন নবুওত প্রাপ্ত লোকের
কাজ নয় ৷ কাশ্মীরে সমাধিস্থ ঈসার কবর এক ডাহা মিথ্যাবৈ কি ৷আমি তো দেখতেই পাচ্ছি
মাটি নিজেই তা খনন করে রেখেছে ৷
বিশ্বাস করুন আর নাই করুন
বদর শাহ নামক ওলী আল্লাহয় কবর বাৎ ংলাদেশর সবস্থানই আছে এবং আসল কোনটা বলা মুস্কিল
৷
“যদি আল্লাহ ব্যতীত বহু
ইলাহ থাকিত, আকাশমণ্ডলী ও পৃথিবীতে উভয়ই ধ্বংস ধ্বংস হইয়া যাইত ৷ অতএব উহারা যাহা
বলে তাহা হইতে ‘আরশের’ অধিপতি আল্লাহ পবিত্র ৷’ ২১ (২২) কোরআন ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন