একটি আত্ম জীবনী ৩
আবুলকালামআজাদ বাসু
19/4/2013
পূর্ণ আত্ম জীবনী লিখার আগে বলতে
চাই যে হয়তো আমার মনে প্রবল ইচ্ছা জাগে যিনি আল্লাহ তিনি কোথায় থাকেন ৷ তবে আমার নানাকে আমি
দেখি নাই ৷ তাঁর অন্য ঘরের এক ছেলে মৌলানাকে দেথেছি যথন আমার বয়স ষোল ৷আমার মায়ের জন্মের
কিছুকাল পরেই নানাজান মারা যান ৷ আমি মধ্যবিত্ত গরীব এক ঘরের ছেলে ৷ দাদার ছিল দু পরিবার
৷আমার বাবার নাম ছিল নূর আহমদ এবং নুর মোহাম্মদ ৷ এই দুই নামই তিনি পরিচিত ৷ দাদার
নাম ছিল আবদুল হাকিম মূন্সী এবং পর দাদার নাম ছিল ফজর আলী মূন্সী এবং তার পিতার নাম
ছিল আনু ফকির ৷ আনুফকির ভবঘুরে টাইপ লোক ৷ কোথা হতে তিনি সন্দীপ দ্বীপে আসেন ৷ পরবর্তী
কালে ন্যায়জন এর সাথে জলদি আসেন ৷ তখন জায়গা জমির তেমন মূল্য ছিল না ৷ বিরাট এক ভূথণ্ড
আমার বংশধরের নামে জরিপ হয় ৷ কিন্তু জমিদারী ছিল বৃটিশ লাঠিয়ালদের ৷ উলট পালট করে লাঠিয়ালরা
মসজিদ সহ সম্পূর্ণ জায়গা বেদখল করে আজও তারা টিকে আছেন ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন