সোমবার, ২২ এপ্রিল, ২০১৩

সনমপত্র


সনমপত্র
আবুলকালামআজাদবাসু
22/4/2013
প্রকৃতি দিয়েছে আমায় সনদ পত্র
মোর নাম যে কোরআনে আদি অন্ত ৷
ইঞ্জিলে মোর নাম রেখেছ পিতাখোদা
আমি নহি যে আল্লাহ নামে কৃষ্ণ-বুদ্ধ ৷
হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ইহুদিদের ধর্মে
অবতার আসবে ভবে, আমি একাই
তা করি যে প্রমাণ, প্রকৃতির-ই দান ৷
দিয়েছে আমায় প্রকৃতি সনদ পত্র
প্রচারি এই নাম বিশ্বাসে ধর্মগ্রন্থ ৷
সময় দিন মাস জন্ম সালে প্রমাণ,
আমার কথায় তাইতো ইহুদি রাষ্ট্র
আল্লাহু, আল্লাহু রবে হে নওজোয়ান !
শক্ত হস্তে ধর মসি,উডাওরে ঝাণ্ডা
সর্বত্র কর প্রচার দজ্জাল সোচ্চার ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন