সোমবার, ১৫ এপ্রিল, ২০১৩

হায়রে হায়রে হায়

হায়রে হায়রে হায়
আবুলকালামআজাদ বাসু
16/4/2013
হায়রে, হায়রে হায়! এ কি দশা মোর,
জানি নাই আল্লাহ আছেন, শুনিয়াছি
একদা ভ্রমণে আসিয়া মায়ার জালে
আটকিয়ে হলাম দিশাহারা আমি না,
 কেবল্য তেত্রিশে পেলাম ঐটি পুস্তক
ভারী প্রকূতির বলিয়া আজও আছি ৷
নই তবু বলিব নবীর সাথে থাকে
আল্লাহ, আল্লাহ কোন রকম ছলনা
আরও আসমান আছে যেথার ক্কত্ব্য
হল মানুষ তবে সাত আসমানে
কারা কেউ না কেউ বলবে মানুষ !
আল্লাহর ঘরে ষীশু মোর সাথে ছিল ৷
কে বা কে সেও হল আল্লাহর গোলাম
ঈসা তো বহাত তবিয়তে ব্তমান ৷
তিনি তো ইয়াইয়া দ্বিতীয় আসমানে
ছিল সঙ্গী সাথী ৷ কেউ যেন চুপিসারে
নূর পিঠে লিখন ছিল যার দু দুণ্ডে
মেরুদণ্ডে হাজির হয়ে দু-নুর মাঝে
তাদেরই লালন পালনে আজ আমি৷
আটকিয়ে হলাম দিশে হার আমি না ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন