একটি আত্ম জীবনী ২
আবুলকালামআজাদ বাসু
18/4/2013
আমি এখন যা লিখব তা পূর্বেও লিখেছি তা যদি পড়ে থাকেন ভাল
৷ এখানে উল্লেখ্য যে, আমার মাতাপিতার প্রসঙ্গ এসে যায়, সেই সাথে আমারও এদত প্রসঙ্গে
অন্যের জীবন কাহিনীও ৷ তাই এই পুস্তকের কলবর বৃদ্ধি করতে চাই না ৷ আমি নিজেই সন্দিহান
এত এত লিখার পরও পাঠ্যক্রম যৎ সামান্য ৷ আত্ম
জীবনী বলতে কেবল ভাল নয় খারাপটাও জড়িত ৷ ইতি মধ্যে আমার অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে
৷ যেথায় চরিত্রের ভাল ও মন্দ প্রকটিত হয়েছে ৷এই সব বানোয়াট কিছু নয় ৷তৎ প্রসঙ্গে দাদা ও দাদী,নানা ও নানী পিতা ও মাতার
কথা লিখতে হয়েছে ৷ জন্মের সাথে সাথে ঐ জায়গার বিবরণও এসে যায় ৷
(চলবে)৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন