বুধবার, ১৭ এপ্রিল, ২০১৩

একটি আত্ম জীবনী


একটি আত্ম জীবনী
আবুলকালামআজাদ বাসু
17/4/2013
আমি আবুল কালাম আজাদ বাসু বৃদ্ধ বয়সে আত্মকাহিনী লিখবার চেষ্টা করছি নিজেই ৷ আগে যেমন সত্য বলেছি তেমনি যত নীচ হোক তা প্রকাশ করবো ৷ আমি সত্য বলিব যতই নির্মম হোক তবে কোন সংস্থাকে জড়িয়ে নহে ৷ যে যাই বলুক উহা আমার ধর্তব্য বিষয় নহে ৷ একদিন আসলো আমার জন্ম হল ১১ই এপ্রিল১৯৪৭ ইং রোজ শুক্রবার/শনিবার ৷ এতটুকুতে যদি বিশ্বাস জন্মে তবে ভাল ৷ যেহেতু আমার পর দাদারাও দলিল লেখক ছিলেন আর জন্ম কালও সঠিক বালামে রয়েছে ৷ মনে হয় বিশ্বাস করাটাই ভাল ৷ আমি নিজেই একজন মিতভাষী ৷ অর্জন করার চেষ্টা করি ৷ আমি স্থির করেছি মসি যা বলবে এখন হতে তাই হবে ৷ তবে এইটা জেনে রাখা ভাল সুখেদুঃখে সত্যই লিখেছি ৷লিখাটা আমার অভিপ্রায় নয় তবুও লিখি ৷ কিন্তু মসির ইচ্ছা লিখার ৷ আমি লেখক মাত্র  ৷
তবে নিজে যা জেনেছি তা লে ধরার নির্দেশ দিচ্ছে ৷ আমার ডাক নাম বাসু ৷ পরিবারের সবাই আমাকে ভালবাসে ৷ আমার পিতামাতা শিক্ষিত নন কিন্তু ভদ্র ও আক্ষরিক ৷তাহরা এতই জানা শোনা যে স্থানীয় সবাই ভাল জানেন ৷তাদের আচার আচরণ সবার সাথে ভাল ছিল ৷ (চলবে) ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন