ওহে বৈশাখী
আবুলকালামআজাদবাসু
17/4/2013
ওহে বৈশাখী ! আমি আসি একবার
তোমার মাঝে
তবে একেবারেই নতুন আশা নিয়ে
ইহার নতুন অর্থ কেবল প্রকৃতি
জানে কিভাবে তা ঘটে,
মানুষ তোমায় গুণে এবং ঝুড়িতে
ফেলে,
যখন গাছে নতুন পাতা জন্মায়
তখন একজন উঁকি মারে ৷
ওহে বৈশাখ! আমি আসি তোমার
জড়ায়ে ধরতে
ঐটি মনে হয়না একটি ঋতু
তাইতো মাথায় থাকে না আবরন
সময়ে নিয়ে আসে ক্ষীন
তবে পরে বয়ে আনে প্রবল বাতাস
বিদ্যুৎ সেই সাথে ভয়ঙ্কর রূপ
ধারন ৷
ওহে বৈশাখী ! তোমার বৃত্তে
আমি আসি
সেই কারণে তুমি কিচিমিচি কর
না,
ঐ কাল মেঘ দেখা যায় পুর্আকাশে
কে জানে তা অস্ত যাবে প্রচুর
উদ্দীপনা দিয়ে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন