অন্তের অন্তঃ
আবুলকালামআজাদবাসু
24/3/2013
অন্তের অন্তঃ
রহিব আমি চিরকাল
উৎসের উৎসে,রহিব
যে অনন্তকাল ৷
বাক্য বলে
ডাকিয়াছ আমায় আদিতে
অন্তরে পুষিত
অন্তঃ করিয়াছ দান
রূহ বলিয়া
ফুৎকার সঞ্চার করেছ
সর্বজন মাঝে
তা করিয়াছ প্রচার
অন্তের অন্তঃ
রহিব আমি চিরকাল
উৎসের উৎসে,
ভোগ বিলাসে কাল কাল
তোঁমারি
সৌন্দয্য ভোগ করিব সকল
অন্তের অন্তঃ
রহিব চিরকাল ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন