বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

আমার কথা প্রথম খণ্ড ২২


আমার কথা   প্রথম খণ্ড ২২
আবুলকালামআজাদবাসু
18/4/2013

নাহি তাতে গর্ব মোর, ইচ্ছা আল্লাহর
শুনাব অন্য জাতির ধর্ম শাস্ত্ তোরে,
প্র্রথমে গমণ কর নিজ ধর্ম গ্রন্থে,
আল্লাহ তাঁরে আকাশে উত্তোলন করে,
তুমি তাঁরে সমাধিস্ত করেছ কাশ্মীরে
স্বার্থ চরিতার্থে কাশ্মীরে নিয়েছ তাঁরে ৷
যা রচনা করা হচ্ছে তাতে মোটেও কোন গর্ব নেই কারণ সবই আল্লাহর ইচ্ছার প্রতিফলন ঘটছে । একদল মনে করতে পারে তারা কি আল্লাহর অভিলাষের বিরুদ্ধে তাদের রচিত কিতাবাদি উপস্থাপন করেছেন! উত্তরে বলবো, না ! তারাও আল্লাহর আকাঙ্কা প্রতিফলন ঘটায়েছেন ৷ তারা গর্বিত এ কারণে যে, কোরআনের ‘আহমদ’ নামটা সমভাবে প্রযোজ্য মির্জা আহমদের
নামটির জন্য ৷ ভুল ব্যাখ্যার কারণে তারা অহঙ্কারী ৷ তাই তাড়াহুড়া করে ঐতিহাসিক প্রমানের মাধ্যমে হযরত ঈসা (আঃ) অন্য এক হাদিস টেনে এনে তাঁকে ১২০ বছর বয়সে স্বাভাবিক মৃত্যুদান করে আত্মতৃপ্তি লাভ করেছে ৷শয়তানও এজন্য গর্বিত যে, তার প্রসঙ্গ শতাধিকভার কোরআনে আলোচিত হয়েছে ৷ তারা আকাশ অর্থ খালি ছাড়া আর কিছু বুঝে না অথচ খালি বলতে কোন জায়গা এ বিশ্বব্রহ্মাণ্ডে নেই । আল্লাহ সৃষ্টি করেছেন সাত আসমান ও সম পরিমাণ জমি কিন্তু তারা ব্যস্ত হয়ে পড়েছেন যে, ঈসা (আঃ) কোথায়, কোন আকাশে বাস করছেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন