শনিবার, ২০ এপ্রিল, ২০১৩

একটি আত্ম জীবনী ৪


একটি আত্ম জীবনী ৪
আবুলকালামআজাদ বাসু
20/4/2013
খুব ছোট কালে স্কুলে গিয়ে মনের মধ্যে এক প্রকার ভীতির সঞ্চার হয়েছিল ৷ পড়ার চাপে মধ্যে মধ্যে স্কুল ফাঁকি দেয়ার অভ্যাসও ছিল ৷জানতাম ছেলে ও মেয়েদের মধ্যে প্রীতির ভাব ঘটে উঠে ৷ কিন্তু না সেই অনুভূতি ছেলে দের মধ্যেও ভাব হয় ৷প্রাইমারী স্কুল পাস করেই ঐ একই স্কুলে এস এস সি পড়ার জন্য রয়ে গেলাম ৷ ৷ক্লাস ষ্ষষ্ট শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত কোন রকম টেনে পাস করি আর এ পাশ কেবল লোক দেখানো ৷নবম ক্লাশ এ গিয় কিছুটা লেখাপড়ার হাল ধরি ৷ সেই হালে এস এস সি দ্বিতীয় বিভাগে পাস করি ১৯৬৩ সালে  ৷আমাদের শিক্ষক মণ্ডলি এতই ভাল ছিল যে একদিন এক শিক্ষক বললেন দেখি মানচিত্রের মধ্যে একটি দ্বীপ বের কর ৷ আমি বরাবর চতুর্দিগে পানি বেষ্টিত যুক্ত রাজ্যকে বের করে দিলে তিনি আমায় যে আঘাত করেছিল আজও তাস্মরণে পড়ে ৷ গ্রাম্য স্কুল তো নয় বরং কার ছেলে লেখাপড়া করবে সেটাও ছিল এক প্রকার উদ্দেশ্য ৷আমি যখন এস এস সি পাস করি ১৯৬৩ ইংরেজি সেই গ্রামে তখন মাত্র আটজন লোক এ সনদ পত্র লাভ করে ৷ আর যাদের দেখতে পারতো না তাদের টেবিলের নীচে মাথা ডুকায়ে কতক্ষণ পর পর বেত্রাঘাত করা হতো ৷ আজকাল আর ঐ সময় নেই ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন