স্বপ্নের ঠিকানায়
আবুলকালামআজাদবাসু
মঝু দেহ অরূপে সাঁজিয়া অন্তরায়
মিশিয়ে সর্বাঙ্গে তাঁহারি অরূপ মাঝে
তাঁহারি সৌন্দয্য উপভোগ আয়নায়
দেখিব তোমায় দুনয়নে হিয়া মাঝে ৷
তুমি নহ কেবল মরূদ্যানের ফুল
তোমারি মাঝে আছে লুকাই দুনয়ন
আয়তলোচন অরূপ প্রেম আঙ্গিনায় ৷
সৃষ্টির সুন্দর সেই পাত্রপূর্ণ রবি
অরূপ দেহ মাঝে থাকিয়া নিব ডুবি
যথেচ্ছা স্বাদ আহলাদ মনস্কামনায় ৷
যে যেনামে ডাকিছে তাঁরে তিনি সেই
নামে দিয়েছেন সাড়া, হৃদয়ের কোণে
তুমি আলো কিরণ সৌন্দয্যের প্রতীক
সেই কারণে কীট পতঙ্গ পুড়ে মরে
অগ্নিশিখায় প্রেম প্রণয়ের কারণে
রূহ আল্লাহর দিকে একবার চেয়ে
দেখ না বিচ্ছেদ জ্বালায় তন্ময় ডোরে
ঊর্ধ্ব শ্বাসে বার বার ছুটি তাঁর পানে
পথ দেখাইয়া দাও না মম হিয়ায়
কোথায় যাব আমি স্বপ্নের ঠিকানায় ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন