বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩


মানুষের উপরে কেহ নাই
আবুলকালামআজাদবাসু

মানুষ সত্য তাহার উপর নাই
জনে জনে বলবে একথা সত্য
তবে শুন অপেক্ষা কর এই নহে
ইহার পরিসমাপ্তি, পাবে না তৃপ্তি!
পোঁড়ায় রয়ে গেছে বাকি যদিও পাবে না বাণী
ধৈর্য ধর অযথায় নিঃশেষ কর না নিজের ধন ৷
যদিও হও পণ্ডিত ভাব তুমিই এ ধরায় মূর্খ
তবেই ফিরে পাবে পূর্ণ জ্ঞান ভাবিও না আমিই জ্ঞানী ৷
মদিনায় বাস করে পেল না ফুলের সন্ধান
পেয়েছি বিরাট রহমত অবদান
জামানা হতে পারে রদবদল
ধরিয়া রাখিলে নাও পেতে পার রতন ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন