বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৩



        ভুল
আবুলকালামআজাদ

জীবনে কত যে করেছি ভুল
সে সব পাপের নাহি কূল ৷
একদিন জীবন হবে অবসান
কিছু ভুল থাকবে জাজ্বল্যমান
তার হবে না নিস্তার
মানব বিরোধী জুলুম নয়
বিবেকবানের জন্য জঘন্য
কোনমতেই তা নয় নগণ্য ৷
না পাওয়ার তাড়না থাকে চির উজ্জ্বল
পাওয়ার স্মৃতি যদি না হয় সার্বজনীন
সেই পাওয়ার স্মৃতি হয়ে যায় ম্লান ৷
হঠাৎ দেখিয়া আদর স্নেহ তাঁদের
ডাকিয়া অতি নিকটে দিয়ে হাতের বন্ধন
জানিতে চাহিল কেমন তার নতুন বাধন
হাত যেন যায় আরও  নীচে বলিল সে,
আরও  নীচে তার বন্ধন পথ
নিকট আত্মীয়া দিল ইঙ্গিত সেটি ৷
জানিতে চাহিল,
ঠিকমত হয়েছে কি তোমার কূল?
জীবনে কত যে করেছি ভুল ৷
আর নাই সময়
হার দেখে ভাবিলাম
জিততে পারি এবার ৷
ভাল সাজিয়া তিরস্কার
তার মনকে করেছে কত আঘাত ৷
পরে ভাবিলাম এবার গুরুজনের
চালাইব হাল,
না পাওয়ার তাড়না দিবে না আঘাত ৷
ক্ষত বিক্ষত প্রাণ ঐ তার
ভুলে নি তার পুরানকৃত কর্ম
আঘাতে আঘাতে দূর করেছে সেই কীর্তি
না পাওয়ার স্বাদ নিতে পাপী বাড়াল হাত
জমদূত ভয়ঙ্কর রূপ নিয়া
উঠিল ফাঁফিয়া
মৃত্যু যেন করিল গ্রাস ৷
মনে মনে করিলাম পণ
দিব নিজের স্বার্থ বিসর্জন
পাপী হইলেও সেই যেন ত্রাণ ৷
জানি জীবনে কত করেছি ভুল
গুরুকে ডেকে বলিব
ভুল হয়েছে আমার ৷
পাপী হলেও এ পথ আজ দিব ফিরাইয়া
এ আশা মনে মনে
ভুল আর করিব না
এ আমার পণ ৷
জীবনে কত যে করেছি ভুল ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন