সোমবার, ৬ মে, ২০১৩

যদি তুমি শুন বা নাই-ই শুন


যদি তুমি শুন বা নাই-ই শুন
আবুলকালামআজাদ

আমি যা ভাল লাগে তা আমি গাই
তাতে তোমার কিছু বা নাই
হয়তো তোমার মন দেয় না সায়
মনে প্রাণে তাইতো শুন নাই
না হয় তুমি এ গণ্ডির বাহিরে
হতে পারে বদ্ধিমান সবই বুঝিয়াছ চুপিসারে
না হয় সত্য বলতে তুমি পারছ না ৷
অথবা বুঝিয়াছ কিন্তু প্রচারে অক্ষম
যা সত্য তা তুমি বলবে না কেন?
নচেৎ আমি যে হব না খুশী
ন্যায় এবং সত্য উত্তর আমার চাই
এতে নাই এড়াইবার পথ
যদি তুমি সত্য পথে থাক তবে এগিয়ে আস
কেনই বা আত্মার উন্নতি হয়েছিল যদি না থাকে প্রাণ
কেমন করে সে আত্মা দেখল জিন আর ফেরেশতা?
সেই আত্মা যদি না হয় মানুষের চেয়ে ভিন্ন রূপ!
তবে বল ফুৎকার আর একটি জীবন বা প্রাণ কিনা ৷
ততক্ষণ আমি বলবো তুমি শুন বা নাই-ই শুন ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন