শুক্রবার, ৩ মে, ২০১৩

প্রাণের প্রাণ


      প্রাণের প্রাণ
আবুলকালামআজাদবাসু
কি মতে বুঝিলে ওহে প্রাণের প্রাণ
নিরাকার আল্লাহর সহিত ঘটিবে
প্রণয়! তুমি সূক্ষ্ম দেহ এক আকার
বল তবে ! আল্লাহ আসিবে সৃষ্টি মাঝে?
তাই বুঝিয়াছি ভুল, তাঁহারি সালাম
ওহে ধন! প্রত্যাবর্তন তাঁহারি ঘরে
ওরে জাহেরি আলেম! ধরিও কলম
বলিও, আমি কলম আমি মসি অসি,
রূহ আল্লাহ বিনা রূহের তত্ত্ব স্থান
জ্ঞান, মহান আল্লাহ দিয়েছে দোস্তরে
জানে শুধু একত্রে তাঁর অন্তর আত্মা
শুধু দোযখ বেহেস্ত হুর গেলমান
ভয়ভীতি নহে-ইসলামী রীতিনীতি ৷
নাহি শেষ মানুষের শেষ পরিণতি,
চল চল আরও ঊর্ধ্বে চল যেথায়
পাবে গো কূল অশেষ নন্দন কানন
সেই পথের সন্ধানে নিরাকার রূহ ৷
ওহে ৷ প্রাণের প্রাণ নহে আত্মা প্রধান
আত্মা মাঝে রূহ আমার প্রাণের প্রাণ ৷








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন