আমার
কথা প্রথম
খণ্ড ২৬
আবুলকালামআজাদবাসু
“ঈমান আনার পর যাহারা সত্য
প্রত্যাখ্যান করে এবং যাহাদের সত্য প্রত্যাখ্যান প্রবৃদ্ধি বৃদ্ধি পাইতে থাকে
তাহাদের তওবা কখনও কবুল হইবে না ৷ ইহারাই পথভ্রষ্ট ৷” ৩(৯০) কোরআন ৷
যারা বলে কাদিয়ান নামক স্থানের নাম
কোরআনে আছে, আল্লাহ স্বয়ং কলম দ্বারা ভাব লিখিত প্রস্তাব সমূহ স্বাক্ষর করে
অনুমোদন দিয়েছেন, এমন কি লাল কালির দাগ কারও জামায় লেগে আছে, এ সব কি আজগুবি নয়?
তারা কোরআন অপ-ব্যাখ্যাকারী ৷তারা অন্যদিকে কলেমা পাঠ করে বলে যে, তাদেরকে অমুসলিম
বলা যাবে না ৷
১৮৩৫সালে ১৩ই ফেব্রুয়ারী শুক্রবার
ফজরে গোলাম আহমদ কাদিয়ানী পাঞ্জাবের কাদিয়ানে জন্ম গ্রহন করেন ৷ তার পিতার নাম ছিল
মির্জা গোলাম মূর্তজা আর মায়ের নাম ছিল চেরাগ বিবি ৷ এ পরিচয় এ জন্য যে, বিচার
বিশ্লষণ বিচারকের এ সব তথ্য প্রয়োজন হতে পারে ৷
“তুমি কি জান না, আকাশমণ্ডলীও
পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই? এবং আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক নাই৷”
২(১০৭) কোরআন ৷
তর্কে বিতর্কে লিপ্ত হলে তারা হাজারও
ধরণের মিথ্যা আনয়ন করবে ৷ এমনও হয়েছে যে কাদিয়ান সাহেব একদা হযরত ঈসা (আঃ) এর
মোজেজা সমূহ অস্বীকার করেন, কোন এক ঐতিহাসিক সভামঞ্চে, কেবল যুক্তি দেখিয়ে জয়যুক্ত
হবার আশায় ৷ তাই আল্লাহ দান করেছেন এমন বিশ্বপ্রকৃতির শক্তি যাতে কোন রকম সংঘাতে
লিপ্ত হতে না হয় ৷ প্রকৃতি মিথ্যা কথা বলে না, সময় মিথ্যা বলে না, মাটি মিথ্যা বলে
না, হে আল্লাহর বান্দা সকল ৷ তবু কি তোমরা নীরবে তাকিয়ে দেখতে থাকবে? তবে জেনে রাখ, বিশ্বপ্রকৃতির এবং আকাশমণ্ডলীর
সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই ৷
একটু পূর্ব লক্ষ্য করা গেছে যে,
কাদিয়ানী সাহেব যখন এ ধরায় আগমন করেন থেকে তার মৃত্যুকাল পর্যন্ত এমন কোন ঘটনা ঘটে
নি ফলে তার আগমন জরুরী ছিল, সে যাই হোক
আল্লাহ তা ভাল জানেন ৷ কোরআনের ৩(৫৫) আয়াত পৃর্ণ করার নিমিত্তে তার পর্বাগমন এমন
যে, শয়তান গুন্দম ফলের প্রতি প্রলোভন দেখিয়ে আদম ও হাওয়া (আঃ) দের বশীভূত করার মত
৷ তার ঐ কালে অভিশপ্ত ইহুদী জাতিটা মাথাচাড়া দিয়ে উঠেনি ৷ কাদিয়ানী সাহেব হয়তো
জানতেনও না এ রকম একটা রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে স্থান করে নিবে ৷ সুতরাং তার এ
বাকবিতণ্ডা উহাই শোভা পায়-যখন আল্লাহর ইচ্ছা করলেন এ পৃথিবী মানুষ দ্বারা আবাদ
করবেন, তখনই শয়তান মানুষকে দুঃখ দিবার মানসে নিষিদ্ধ ফল ভক্ষন করার জন্য প্ররোচনা
মাধ্যমে তার কুমতলব সিদ্ধ করে নিল ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন