সোমবার, ২৭ মে, ২০১৩

আমার কথা প্রথম খণ্ড ২৬



আমার কথা   প্রথম খণ্ড ২৬
আবুলকালামআজাদবাসু

ঈমান আনার পর যাহারা সত্য প্রত্যাখ্যান করে এবং যাহাদের সত্য প্রত্যাখ্যান প্রবৃদ্ধি বৃদ্ধি পাইতে থাকে তাহাদের তওবা কখনও কবুল হইবে না ৷ ইহারাই পথভ্রষ্ট ৷” ৩(৯০) কোরআন ৷
যারা বলে কাদিয়ান নামক স্থানের নাম কোরআনে আছে, আল্লাহ স্বয়ং কলম দ্বারা ভাব লিখিত প্রস্তাব সমূহ স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন, এমন কি লাল কালির দাগ কারও জামায় লেগে আছে, এ সব কি আজগুবি নয়? তারা কোরআন অপ-ব্যাখ্যাকারী ৷তারা অন্যদিকে কলেমা পাঠ করে বলে যে, তাদেরকে অমুসলিম বলা যাবে না ৷
১৮৩৫সালে ১৩ই ফেব্রুয়ারী শুক্রবার ফজরে গোলাম আহমদ কাদিয়ানী পাঞ্জাবের কাদিয়ানে জন্ম গ্রহন করেন ৷ তার পিতার নাম ছিল মির্জা গোলাম মূর্তজা আর মায়ের নাম ছিল চেরাগ বিবি ৷ এ পরিচয় এ জন্য যে, বিচার বিশ্লষণ বিচারকের এ সব তথ্য প্রয়োজন হতে পারে ৷
“তুমি কি জান না, আকাশমণ্ডলীও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই? এবং আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক নাই৷” ২(১০৭) কোরআন ৷
তর্কে বিতর্কে লিপ্ত হলে তারা হাজারও ধরণের মিথ্যা আনয়ন করবে ৷ এমনও হয়েছে যে কাদিয়ান সাহেব একদা হযরত ঈসা (আঃ) এর মোজেজা সমূহ অস্বীকার করেন, কোন এক ঐতিহাসিক সভামঞ্চে, কেবল যুক্তি দেখিয়ে জয়যুক্ত হবার আশায় ৷ তাই আল্লাহ দান করেছেন এমন বিশ্বপ্রকৃতির শক্তি যাতে কোন রকম সংঘাতে লিপ্ত হতে না হয় ৷ প্রকৃতি মিথ্যা কথা বলে না, সময় মিথ্যা বলে না, মাটি মিথ্যা বলে না, হে আল্লাহর বান্দা সকল ৷ তবু কি তোমরা নীরবে তাকিয়ে দেখতে থাকবে?  তবে জেনে রাখ, বিশ্বপ্রকৃতির এবং আকাশমণ্ডলীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই ৷
একটু পূর্ব লক্ষ্য করা গেছে যে, কাদিয়ানী সাহেব যখন এ ধরায় আগমন করেন থেকে তার মৃত্যুকাল পর্যন্ত এমন কোন ঘটনা ঘটে নি ফলে তার আগমন  জরুরী ছিল, সে যাই হোক আল্লাহ তা ভাল জানেন ৷ কোরআনের ৩(৫৫) আয়াত পৃর্ণ করার নিমিত্তে তার পর্বাগমন এমন যে, শয়তান গুন্দম ফলের প্রতি প্রলোভন দেখিয়ে আদম ও হাওয়া (আঃ) দের বশীভূত করার মত ৷ তার ঐ কালে অভিশপ্ত ইহুদী জাতিটা মাথাচাড়া দিয়ে উঠেনি ৷ কাদিয়ানী সাহেব হয়তো জানতেনও না এ রকম একটা রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে স্থান করে নিবে ৷ সুতরাং তার এ বাকবিতণ্ডা উহাই শোভা পায়-যখন আল্লাহর ইচ্ছা করলেন এ পৃথিবী মানুষ দ্বারা আবাদ করবেন, তখনই শয়তান মানুষকে দুঃখ দিবার মানসে নিষিদ্ধ ফল ভক্ষন করার জন্য প্ররোচনা মাধ্যমে তার কুমতলব সিদ্ধ করে নিল ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন