রবিবার, ১২ মে, ২০১৩

লেখার জন্য মনে ভাব নাই


লেখার জন্য মনে ভাব নাই
আবুলকালামআজাদ
যদি লেখকের কোন কিছু লেখার ভাব নাই থাকে
তবে আছে জ্বালা পারে না দিতে ভাব, না হয় অপরূপ ৷
সময় মানে না বাধা কিছু বলতে হয়
সত্য হলেও তা বলা যায় না পুর্নবার ৷
মনে হয় এ সব লেখকের দেখেও না দেখা ভাল
হায়! হতে পারলাম না বড় মাপের
কিন্তু এ সব কারও জন্যে মিষ্টি এবং আনন্দদায়ক
তবে পশুর মালিকের একটু কষ্টই লাগে
যদি পশুটা তার নিজের হয় ৷
এতে মজা আছে, বড় মাপের লোকও আছে ৷
আমাদের মত লোক যারা তারা সহ্য করতে
পারে না ক্ষুদ্র অপরাধও অথচ নিজের বেলায়,
পশু তো পশু এমন পশু আগে দেিনি
তবুও পোষ মানাতে হয় ৷
যত অপরূপ ছিল একদা রূপ
ধীরে পশু হয় লালন
লেখক লিখে সুখে দুখে
দুদিকেই যেন লেখার এক অপরূপ রূপ ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন