চলন শীল
আবুলকালামআজাদ
এ সংসারে
সবাই ভিন ভিন পথের
দেওয়ানা,
কেউ তাকায়না পিছু পানে,
সময় তাদের
চলছে সম্মূখ পানে,
ঘড়ির কাঁটার
মত দ্রুত অবিরত ৷
এ সংসারে
নাহি তাদের কোন বিশ্রাম,
লড়ছে তারা
প্রাণপণ গড়তে ধন
মান সম্মান
ভিত যদি না হয় দৃঢ়
চলার সংগ্রামও
হয় যে বাঁধাগ্রস্ত ৷
ধন সম্পদেও
আসে না সুখশান্তি,
মনের সুখ
আসে একাগ্র ধ্যানমগ্নে
বাদ দিয়ে
মধ্যস্থ যত নিস্প্রান মনি,
আল্লাহর
ধ্যানে বাড়ে ভাণ্ডারের জ্ঞান
গতি এ সংসারে
তাদের চলনশীল ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন