রবিবার, ২৬ মে, ২০১৩

কুমতি


           কুমতি
  আবুলকালামআজাদবাসু
রাঁধা যারে ভালবেসে দিয়েছে নয়ন
কৃষ্ণ কি নহে তার আপন জন!
নাহি পারে এড়াতে তারে দেখিয়া রাঁধার
নয়ন যুগল লেগে আছে তার মাঝে ছোঁয়া ৷
আপনারে লয়ে বিব্রত সে জন জড়ায়ে মায়া
কায়া তার আছে নাই মাটির সাথে বন্ধন
ক্লেশ দুঃখ যত যাতনা মনের কল্পনা
রাঁধা নাম জপ তব মন হবে শান্ত ৷
আজি অবসান ক্লান্ত মন রাঁধার লাগি
তাঁর নামে কি বা মধু যে বিলায় নিজেরে
সবার হিয়ায় আপন  খোয়াক্ষীর ৷
রাঁধা মাঝে এসে কুমতি বাঁধে ঘর
আপন ঘর হয়ে যায় নড়বড় ৷
সাধন সিদ্ধ হতে দেয় না মতি কুমতি
দিন আসবে তখন কিছুই হয় নি
আপন দোলায় চড়ে উড়ে যাবে সুমতি ৷
নিজেরে করে গ্রাস রাঁধার রক্ত যুগল
আপনারে লয়ে বিব্রত মনা হারায় কাণ্ডজ্ঞান ৷
অপরের চেয়ে নিজে বুদ্ধিমান হারায়
নিজ গুপ্তধন, সে দিয়ে অন্য বানায় পুকুর
রাঁধা কি কভু আসিবে ঐ আর?
রাঁধা যারে ভালবেসে দিয়েছে নয়ন
কৃষ্ণ কি নহে তার আপন জন!
নাহি পারে এড়াতে তারে দেখিয়া রাঁধার
নয়ন যুগল লেগে আছে তার মাঝে ছোঁয়া ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন