বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩

পুতুল


পুতুল
আবুলকালামআজাদবাসু

খোকা খুকী এসেছে ঘরে
তারা করে ছুটাছুটি
মনের আনন্দে করে দৌড়াদৌড়ি ৷
সাধ করে এনেছে কত বাজনা
টিপ দিয়ে বাজায় আলাপন কোণায় কোণায়
ক্ষণে তা বাজায় যন্ত্রে
মনের শান্তনা
ভাবি যখন মনের অকল্পনীয় কথা
খোকা খোকি এসেছে ঘরে
বাজায় তারা তাদের আলাপন
মনের চিন্তা নিয়ে যায় আকাশে
কে করিল এই সব ধরণ  ধারণ ৷
বাজাও তোমরা বাঁশি
এ যে তোমার কারসাজি!
খোকার বাবা দেয় হাসি
এ বুঝি আকাশ থেকে উড়ে আসা চাঁদ রশ্মি ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন