পিতা কালাম’ জন্ম কালো (২৬)
আবুলকালামআজাদবাসু
বিসমিল্লাহির রাহমানির রহিম
পরম করুণাময় আল্লাহর নামে ৷
তাঁদের মধ্যে নাহি কোন
ভেদবেধন,
সূধী বৃন্দ তাঁরা দীপ
দিব্যিজ্ঞান প্রাপ্ত ৷
কে বা শ্রেষ্ট কে বা
নিকৃষ্ট গর্বে গর্বিত,
দর্প তাদের অল্তরে তারা
দুরদৃষ্ট ৷
প্রোথিত জ্ঞানবৃক্ষের মূল
মৃত্তিকায়,
সৌরভে নিরাকার পুস্পের এ
আকার,
নিত্য এরূপ নিদ্রাতুর
বিনা আধার,
সবপুস্প হয় ছিন্ন ভিন্ন
ভিন্ন তর,
তদ্বিধ পুস্প মোহাম্মদের
(দঃ) বস্ত্র ওরে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন